Posts

G20 Summit Gangtok (2023)

Image

Economic Importance of Lichens

Image
    Economic Importance of Lichens Lichens have little direct economic value. Even in a few cases where they are used commercially, as in perfumery and medicine, their importance is not widely recognized. However lichens do have considerable indirect importance in the primary food chain for grazing animals and invertebrates including insects, and their usefulness to nature is quite considerable, Lichens as food Lichens have been used as food in times of scarcity. They contain lichenin, a carbohydrate allied to starch, Cetraria islandica Cladonia spp, Evernia prunastri and Lecanorae sculenta are used as food. In India, the genus Parmelia and members of the family Usneaceae are used as food by the natives. Lichens growing on soil may contain bitter irritating acids, especially fumarprotocetraric acid, which while not poisonous, must be removed by boiling in soda.  Lichens will, of course, never be utilized as food source by man on a large scale. Although their nutritive val...

Fungi: Characteristics

GENERAL CHARACTERISTICS OF FUNGI 1)They are cosmopolitan in distribution and can occur in any habitat where life  is possible. Some fungi occur in fresh or marine water, others are terrestrial  and still others are air borne. Many species are parasitic, infecting plants,  animals and human-beings. 2)The plant body of fungi typically consists of branched and filamentous hyphae,which form a net-like structure, known as mycelium. 3)The hyphae are aseptate and coenocytic (as in Phycomycetes) or septate and uni-. bi-or multinucleate (as in Ascomycetes, Basidiomycetes and  Deuteromycetes). 4) The septa usually have simple pores but in Basidiomycetes septa with dolipore occur. On both the sides of the dolipore, a double membranous structure -septal pore cap or parenthosome occurs. These septal pores form a valve like structure. 5) With the exception of slime molds, the protoplast remains surrounded by a distinct cell well. The main component of the cell wall is the fungal c...

হাতীশূড়

হাতীশূড়:-   পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল।গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী। বৈজ্ঞানিক নামঃ Heliotropium indicum (হেলিওট্রোপিয়াম ইনডিকাম) এবং ইংরেজি নাম 'Indian heliotrope।  হাতিশুর গাছের উপকারিতাঃ   (১)দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।  (২)ফোলায় পাতা বেঁটে অল্প গরম করে ফোলায় লাগালে, ফোলা কমে যায়।  (৩) জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে ক্বাথও তৈরি করে ব্যবহার করা হয়।  (৪) বিষাক্ত পোকার কামড়ে – পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায়।  (৫) আঘাতজনিত ফোলায় – পাতা বেঁটে অল্প গরম করে লাগালে, ফোলা এবং ব্যাথা কমে যায়।  (৬)যাদের সর্দি লাগবে তারা এই হাতিশ...

Helianthus stem anatomy image

Image

জৈব বৈচিত্র্যের স্তর।

Image
 

ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মের জনুক্রম

Image
SEM-I ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মের জনুক্রম