ফাজ ভাইরাসের গঠন

ফাজ ভাইরাসের গঠন ব্যাকটেরিয়াকে যেসব ভাইরাস আক্রমণ করে এবং ধ্বংস করে তাকে ব্যাকটেরিওফাজ বলে। মানুষের অস্ত্রে বসবাসকারী ই. কোলি ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস কে জাতীয় T- ফাজ বলে। এই ফাজ ভাইরাস দেখতে অনেকটা ব্যাঙাচির মতো। এরা সাধারণত একটি মাথা, একটি গ্রীবা এবং একটি লেজ বা পুচ্ছ থাকে। এছাড়াও পুচ্ছ এর নিম্ন ভাগে প্রান্তফলক বা ভিত্তিফলক থাকে। এই ধরনের ফাজ লম্বায় 65-200 মাইক্রো মিটার এবং চওড়ায় 50-70 মাইক্রো মিটার হয়। এদের দেহের বিভিন্ন অংশগুলির গঠন নিম্নরূপ (১) মস্তক : এটি লম্বায় 95 nm এবং চওড়ায় 65 হয়। মস্তকটির প্রাচীর 20টি তেকোনা ফলক জুড়ে গঠিত হয়। প্রাচীরে দুটি স্তর থাকে। ভেতরের ফাপা অংশে একটি 0.05 mm লম্বা দ্বিতন্ত্রী DNA প্যাচানো অবস্থায় থাকে। ২) গ্রীবা : মস্তকের নীচের দিকে একটি ফাপা নলের মত অংশ থাকে। একে গ্রীবা বলে। গ্রীবাটি মস্তকের নীচের দিকের একটি ছোট ছিদ্রের ভেতরে ঢোকানো থাকে। গ্রীবার নীচের অংশটি পুচ্ছ নলের ছিদ্রের ভেতর ঢোকানো থাকে। গ্রীবারমাঝখানে একটি বলয়াকৃতি চাকতি থাকে এটি গ্রীবাকে বেড়ের মতাে ঘিরে থাকে। একে গ্রীব...