Mcq for Competitive Exam (Life Science)
1. যৌন জনন কোশে অর্থাৎ গ্যামেট গঠনের আগে সাধারণত কোন বিভাজন ঘটে ? (a) মাইটোসিস (b) আসাইটোসিস (c) মিয়ােসিস (d) কোনােটিই নয় 2.মিয়ােসিস কোষ বিভাজনে ক্রোমােজোম সংখ্যা কেমন হয়? (a) অর্ধেক (b) দ্বিগুণ (c) একই (d) কোনােটিই নয় 3.নিষেকের পর ফুলের কোন্ অংশটি ফলে পরিণত হয়? (a) ডিম্বক (b) ডিম্বাণু (c) ডিম্বনালি (d) ডিম্বাশয় 4.একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনােটাইপ কী? (a) Tt (b) Dt (c) tt (d) TT 5.কলমের সাহায্যে উদ্ভিদের জনন কী প্রকারের? (a) অঙ্গজ । (b) যৌন (c) কৃত্রিম অঙ্গজ (d) অযৌন 6.পাকস্থলীর HCl কোন্ অংশ থেকে ক্ষরিত হয়? (a) পেপটিক কোশ (b) প্যানক্রিয়াটিক কোশ (c) জাইগ্যানটিক কোশ (d) অক্সিনটিক কোশ 7. দ্বিনিষেক দেখা যায় এমন একটি উদ্ভিদ হল (a) রেড়ী (b) গম (c) মটর (d) ছােলা 8. কেঁচোর গমন অঙ্গ হল— (a) সিটা (b) কর্ষিকা (c) ক্ষণপদ (d) ফ্লাজেলা। 9. শুক্রাণুকে পুষ্টি জোগায়— (a) লেডিগ কোশ (b) সারটোলির কোশ (c) প্রস্টেট গ্রন্থি (d) পীত গ্রন্থি 10. নিষেকের পর ফুলের কোন্ অংশ বীজে পরিণত হয় ? (a) ডিম্বাণু (b) ডিম্বক (C) ...