Mcq for Competitive Exam (Life Science)
1. যৌন জনন কোশে অর্থাৎ গ্যামেট গঠনের আগে সাধারণত কোন বিভাজন ঘটে ?
(a) মাইটোসিস
(b) আসাইটোসিস
(c) মিয়ােসিস
(d) কোনােটিই নয়
2.মিয়ােসিস কোষ বিভাজনে ক্রোমােজোম সংখ্যা কেমন হয়?
(a) অর্ধেক
(b) দ্বিগুণ
(c) একই
(d) কোনােটিই নয়
3.নিষেকের পর ফুলের কোন্ অংশটি ফলে পরিণত হয়?
(a) ডিম্বক
(b) ডিম্বাণু
(c) ডিম্বনালি
(d) ডিম্বাশয়
4.একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনােটাইপ কী?
(a) Tt
(b) Dt
(c) tt
(d) TT
5.কলমের সাহায্যে উদ্ভিদের জনন কী প্রকারের?
(a) অঙ্গজ ।
(b) যৌন
(c) কৃত্রিম অঙ্গজ
(d) অযৌন
6.পাকস্থলীর HCl কোন্ অংশ থেকে ক্ষরিত হয়?
(a) পেপটিক কোশ
(b) প্যানক্রিয়াটিক কোশ
(c) জাইগ্যানটিক কোশ
(d) অক্সিনটিক কোশ
7. দ্বিনিষেক দেখা যায় এমন একটি উদ্ভিদ হল
(a) রেড়ী
(b) গম
(c) মটর
(d) ছােলা
8. কেঁচোর গমন অঙ্গ হল—
(a) সিটা
(b) কর্ষিকা
(c) ক্ষণপদ
(d) ফ্লাজেলা।
9. শুক্রাণুকে পুষ্টি জোগায়—
(a) লেডিগ কোশ
(b) সারটোলির কোশ
(c) প্রস্টেট গ্রন্থি
(d) পীত গ্রন্থি
10. নিষেকের পর ফুলের কোন্ অংশ বীজে পরিণত হয় ?
(a) ডিম্বাণু
(b) ডিম্বক
(C) ডিম্বনালি
(d) ডিম্বাশয়
11. মায়ােটোম পেশির আকৃতি হল—
(a) 'L' এর মতাে
(b) 'I' এর মতাে
(c) 'U' এর মতাে
(d) 'V' এর মতাে
12. নীচের কোনটি একটি সন্ধানী ব্যাকটেরিয়া?
(a) মিউগেমােনাস
(b) নিসেরিয়া গনােরী
(C) ক্লমট্রিডিয়াম
(d) ই-কোলাই
13. মায়ােলিন আবরণী কোথায় থাকে?
(a) কোশদেহে
(b) অ্যাক্সন
(c) কোশদেহ
(d) সাইন্যপস্
14. হরমােনের আধিক্য হলে কী হয়?
(a) হাইপারপ্লাসিয়া
(b) হাইপারট্রফি
(c) সাদা দাগ
(d) শ্বেতী
15. যে অবস্থায় কোশ বিভাজন বন্ধ হয়ে যায় ?
(a) G1 দশা
(b) G2 দশা
(c) G3দশা
(d) G0 দশা
16. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় co, Plant-এ প্রথম উৎপাদিত কার্বন যুক্ত স্থায়ী যৌগটি হল—
(a) PGA
(b) PGAld
(c) RuBP
(d) Starch
17. ক্লোরােফিলকে সক্রিয় করে
(a) কোয়ান্টাম
(b) ATP
(c) NADP
(d) ফোটন
18. ADP ও P-এর বিক্রিয়ার ATP তৈরি হওয়াকে বলে-
(a) কার্বক্সিলেশন
(b) ডি-কার্বক্সিলেশন
(c) ফসফোরাইলেশন
(d) ডি-ফসফোরাইলেশন
19. বর্ণালীর কোন্ রঙে সালােকসংশ্লেষ সবচেয়ে বেশি সম্ভব হয় ?
(a) লাল-হলুদ
(b) লাল-নীল
(c) হলুদ-নীল
(d) নীল-বেগুনি
20.চোখের সবচেয়ে আলােক সংবেদী অংশ হল—
(a) অন্ধবিন্দু
(b) পীত বিন্দু
(c) তারারন্ধ্র
(d) কর্নিয়া
21. অ্যামিবার রেচন অঙ্গ হল—
(a) সংকোচী গহ্বর
(b) দেহতল
(c) ফ্রেমকোশ
(d) কক্সাল গ্রন্থি
22.মাকড়সার রেচন অঙ্গের নাম কী?
(a) সবুজ গ্রন্থি
(b) কক্সল গ্রন্থি
(c) প্লাজমা
(d) বােজেম্যানের অঙ্গ
23. শামুকের গমন অঙ্গ হল—
(a) মাংসল পদ
(b) টিউমফিট
(c) প্যাটাজিয়াম
(d) প্লিওপদ
24. মূত্রে রক্ত বেরােলে কোন রােগ হয়?
(a) হিমাচুরিয়া
(b) জন্ডিস্
(c) বহুমূত্র
(d) কোনােটিই নয়
25. নিম্নলিখিত কোন্ রাসায়নিক দ্রব্য অগ্রন্থি থেকে নিঃসৃত হয় ?
(a) (NH)2SO4(b) NH4Cl (c) Na2SO3 (d) NaCl
26. পাতায় আপতিত আলােকরশ্মির কত শতাংশ সালােকসংশ্লেষে নিয়ােজিত হয়?
(a) 1.2 শতাংশ
(b) 20 শতাংশ
(c) 35-40 শতাংশ।
(d) 80 শতাংশ
27. আলােক বিক্রিয়ায় সূর্যালোেক শক্তি কোন শক্তিতে আবদ্ধ হয় ?
(a) NADP
(b) NADPH
(c)ADP
(d) ATP
28. রক্তবিহীন কোমল ভারবাহী কলাকে কী বলে?
(a) ভারবাহী কলা
(b) সংযােজক কলা।
(c) স্তম্ভ কলা
(d) তরুণাস্থি
29. DNA-এর প্রকৃতি কী?
(a) ক্ষারীয়
(b) অম্লীয়
(C) ক্ষারীয় প্রােটিন
(d) অম্লীয় প্রােটিন
30.কোশ বিভাজন কয় প্রকারের?
(a) দু’প্রকার
(b) তিন প্রকার
(c) চার প্রকার
(d) পাঁচ প্রকার
31. সরীসৃপের হৃদপিণ্ড—
(a) দ্বি-প্রকোষ্ঠ
(b) ত্রি-প্রকোষ্ঠ
(c) চতুঃপ্রকোষ্ঠ
(d) কোনােটিই নয়
32. স্নেহ পদার্থের ক্যালােরি মূল্য কত ?
(a) 4.1
(b) 4.5
(c) 9.3
(d) 7.3
33. নীচের কোটি AIDS মশা দ্বারা বাহিত রােগ নয় ?
(a) ম্যালেরিয়া
(b) পীতজ্বর
(c) ডেঙ্গুজর
(d) কোনােটিই নয়
34. 'Emergency Hormone' কাকে বলে?
(a) Adrenalin (অ্যাড্রিনালিন)
(b) Noradrenalin (নন-অ্যাড্রিনালিন)
(c) Phyroxin (ফিরাক্সিন)
(d) Insulin (ইনসুলিন)
35.মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে?
(a) H
(b) C
(c) O
(d) N
36. প্রজনন ক্ষমতার হ্রাস ঘটে কোন ভিটামিনের অভাবে ?
(a) B
(b) K
(c) E
(d) P
37.সালােকসংশ্লেষ-এ সক্ষম একটি প্রাণী হচ্ছে—
(a) অ্যামিবা,
(b) প্যারামােসিয়াম
(c) ইউঘ্নিনা
(d), তারামাছ
38.দুধ একটি......... দ্রবণ।
(a) কলয়ডীয়
(b) সাধারণ
(c) প্রলম্বন
(d) সুষম
39. ফুসফুসের আবরনীকে কী বলে?
(a) প্লুরা
(b) প্লাসেন্টা
(c) হৃদঝিল্লি
(d) সবকটিই
40. লিটমাসের উৎস হল—
(a) শৈবাল
(b) ছত্রাক
(c) ব্যাঙের ছাতা
(d) ইট
41.চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব হল—
(a) অসদ
(b) সদ
(c) সদ-অবশীর্ষ
(d) সদ-সমশীর্ষ
42. কোন প্রক্রিয়ায় জীবদেহে শক্তির মুক্তি ঘটে?
(a) শ্বসন।
(b) সালােকসংশ্লেষ
(c) ফটোলাইসিস
(d) কোনােটিই নয়
43.যেসব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদের কী বলে?
(a) Isophyte (আইসােফাইট)
(b) Cryophyte (ক্রায়ােফাইট)
(c) Halophyte (হ্যালােফাইট)
(d) Stydrophyte (স্টাইড্রোফাইট) |
44. টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে?
(a) Tumerology (টিউমারােলজি)
(b) Oncology (অনকোলজি)
(c) Ecology (ইকোলজি)
(d) Cytology (সাইটোলজি)
45. ELISA কোন্ রােগ নির্ণয়ের পদ্ধতি ?
(a) ক্যানসার
(b) এইডস্
(c) যক্ষ্মা
(d) থ্যালাসেমিয়া
46. নিষেক ছাড়া ফল সৃষ্টি হওয়াকে কী বলে?
(a) অঙ্গজ জনন।
(b) অযৌন জনন।
(c) অপুংজনি
(d) কোনােটিই নয়
47. কোন প্রাণীকে ডেভিল মাছ বলে ?
(a) তিমি
(b) হাঙ্গর
(c) অক্টোপাস
(d) ডলফিন
48. কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত?
(a) 20 টি
(b) 40 টি
(c) 44 টি
(d) 50 টি
49.দেহের ভারসাম্য রক্ষার কাজে কোটি সুপরিচিত?
(a) অর্গান অব কর্টি
(b) অস্থি
(c) মাংসপেশি
(d) কোনােটিই নয়
50. EPM পথ নীচের কোনটির সঙ্গে যুক্ত ?
(a) ক্রেবস চক্র
(b) গ্লাইকোলাইসিস
(c) ফটোলাইসিস
(d) কেলভিন চক্র
51.কোন স্নায়ু শ্রবণে সহায়তা করে?
(a) অলফ্যাক্টরি
(b) অডিটরি
(c) অকুলােমােটর
(d) ডেগাস্
52.কোশের কোন্ অংশে ক্রেবচক্র অনুষ্ঠিত হয়?
(a) সাইটোপ্লাজম
(b) প্রােটোপ্লাজম
(c) মাইটোকনড্রিয়া
(d) নিউক্লিয়াস
53.ত্বকে উৎপন্ন ভিটামিনের নাম কী ?
(a) থিয়ামিন।
(b) পাইরিথিয়ামিন
(c) ক্যালসিফেরল,
(d) টোকোফেরল
54.কার দেহে কোরােকম পদ্ধতিতে অযৌন জনন হয়?
(a) ইস্ট
(b) মাছ
(c) অ্যামিবা
(d) জেলিফিস
55. রাকারডিটিফর্ম লার্ভা আছে?
(a) চিংড়ি
(b) প্রজাপতি
(c) ব্যাঙ
(d) অ্যাসকারিস।
56. কোন প্রাণীকে বলা হয় মিসিং লিংক বলে?
(a) অক্টোপাস
(b) মাগুর
(c) আর্কিওপ্টেরিক্স
(d) হাঙর
57.মানবদেহে এক্সটেন্সর পেশির উদাহরণ কী?
(a) ট্রাইসেন্স
(b) কার্ডিয়াক
(c) ল্যাটিসিমাস ডরসি
(d) সবকটিই
58.সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
(a) কেরল।
(b) যােধপুর
(c) লক্ষৌ
(d) অসম
59.জোঁকের কামড়ের সময় কোন করােধক পদার্থ নির্গত হয় ?
(a) হেপারিন
(b) ফাইব্রিন
(c) হিরুডিন
(d) পেপসিন
60. ডিমে কোন্ ভিটামিন থাকে না?
(a) ভিটামিন A
(b) ভিটামিন C
(c) ভিটামিন E
(d) কোনােটিই নয়
1. (c)
2. (a)
3. (d)
4. (d)
5. (a)
6. (d)
7. (a)
8. (a)
9. (b)
10. (b)
11. (d)
12. (d)
13. (b)
14. (a)
15. (d)
16. (a)
17. (d)
18. (c)
19. (b)
20. (b)
21. (a)
22. (b)
23. (a)
24. (a)
25. (d)
26. (a)
27. (a)
28. (d)
29. (c)
30. (b)
31. (b)
32. (c)
33. (c)
34. (a)
35. (b)
36. (b)
37. (c)
38. (a)
39. (a)
40. (a)
41. (c)
42. (a)
43. (b)
44. (b)
45. (b)
46. (c)
47. (c)
48. (c)
49. (a)
50. (b)
51. (b)
52. (c)
53. (c)
54. (a)
55. (d)
56. (c)
57. (a)
58. (b)
59. (c)
60. (b)
Comments
Post a Comment