যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন। কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হবে। হুজুগে লাগালেন,কিন্তু গাছ বাঁচলো না,লাভ নাই ত। সকল গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্ত নয়।ধরেন এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা গভীরে যায়,তাহলে হবে না।খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে। একটা লিস্ট দিচ্ছি,চাইলে ফলো করতে পারেন। চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো কোয়ালিটির চারা নিবেন।এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি। ## রাস্তার ধার (Roadside): 1. নিম () 2. রেইন ট্রি ( ) 3. জারুল () 4. কদম() 5. সিলভার ওক ( ) 6.সোনালু রাস্তার বিভাজক (Road Divider): 1. জবা () 2. কান্টিকারা ( ) 3. রতনগাছ ( ) 4.রাধাচূড়া () 5.দেবদারু() পার্ক (Park): 1. বটগাছ ( ) 2. কদম () 3. কনক চাঁপা () 4...