stem anatomy practical



সনাক্তকরণ বৈশিষ্ট্যসহ মন্তব্য ( Identifying Characters with Comments ) 

A. সাধারণ বৈশিষ্ট্য :

( i ) একস্তরী এপিডারমিস বা প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত , যা হতে বহুকোষী কাণ্ড রোম অভিক্ষিপ্ত ।

( ii ) 2-3 সারি কোলেনকাইমা কোষ দিয়ে গঠিত হাইপোডারমিস ।

( iii ) কর্টেক্স বহুস্তরী , প্যারেনকাইমাটাস ।

( iv ) একস্তরী এণ্ডোডারমিস যা প্যারেনকাইমাটাস ।

( v ) অবিচ্ছিন্ন পেরিসাইকেল ভাস্কুলার বাগুলের উপর ক্লেরেনকাইমাটাস বাণ্ডল ক্যাপ গঠন করে রয়েছে ।

( vi ) ভাসকুলার বাণ্ডল বলয়াকারে সজ্জিত , যা সংযুক্ত , সমপার্শ্বীয় , মুক্ত প্রকৃতির । ( vii ) জাইলেম এক্সার্ক প্রকৃতির ।

( viii ) মজ্জাংশুরশ্মি ও মজ্জা প্যারেনকাইমাটাস ।

( ix ) প্রস্থচ্ছেদের সমগ্র কলা অন্তঃ স্টিলিয় ও বহিঃ স্টিলিয় অঞ্চলে বিভক্ত । নমুনাটি দ্বিবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ ।


B. বিশেষ বৈশিষ্ট্য :

( i ) শ্বেতসার আবরণী উপস্থিত ।.

( ii ) বাণ্ডিল - টুপি ক্লেরেনকাইমা কলা দিয়ে গঠিত ।

( iii ) সাধারন কর্টেক্সে ক্ষীর গ্রন্থি উপস্থিত ।

সুতরাং নমুনাটি নিঃসন্দেহে দ্বিবীজপত্রী উদ্ভিদ এর প্রাথমিক কাণ্ড ৷


Comments

Popular posts from this blog

কৃষিক্ষেত্রে শৈবালের ভূমিকা