Cell count Protocol

google.com, pub-6119451991547796, DIRECT, f08c47fec0942fa0
অ্যাসিড বৃষ্টি (Acid rain)
বৃষ্টির জল খুব সামান্য অম্লধর্মী হলেও তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয় না। কিন্তু দূষণঘটিত কারণে বৃষ্টিপাত যদি আম্লিক হয় তাহলে সেই বৃষ্টিপাতকে অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন বলে।
অম্লবৃষ্টির প্রধান কারণ হল বায়ুদূষণ, কলকারখানা থেকে নির্গত S, NO, ইত্যাদি গ্যাস বায়ুমণ্ডলে মিশে যায়। পরবর্তীকালে এই গ্যাস জলকণার সঙ্গে মিশে অম্লবৃষ্টির আকারেভূ পৃষ্ঠে এসে পড়ে। অম্লবৃষ্টির মূল উপাদান হল, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রভৃতি।
অম্লবৃষ্টির কুফলগুলি হল-
i) স্থলজ ও জলজ বাস্তুতন্ত্রে প্রজাতির বৈচিত্র্যে হ্রাস,
ii) জলাশয়, বনাঞ্চল এবং কৃষিক্ষেত্রে খাদ্য সংকট হয় প্রকট,
iii) প্রতিরােধক্ষম প্রজাতির বিবর্তন
(iv) বনজল ও মৎস্যচাষ ধ্বংস এবং কৃষিক্ষেত্রে উৎপাদন হ্রাস
(v) ঘরবাড়ি ও ঐতিহাসিক স্থাপত্যের ক্ষয়,
(vi) মৃত্তিকাস্থিত অণুজীবদের নিষিক্তকরণ।
Comments
Post a Comment