জল দূষণের বিভিন্ন প্রকার উৎস
জল দূষণের বিভিন্ন প্রকার উৎস ব্যাখ্যা করাে।
জলদূষণের কারণগুলিকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা প্রাকৃতিকও মনুষ্যসৃষ্ট।
A. প্রাকৃতিক কারণ/উৎস:
(a) অ্যাসিড বৃষ্টি:
অ্যাসিড বৃষ্টি হলে জলাশয়ের অম্লত্ব বাড়ে।
(b) বন্যা:
বন্যার ফলে চতুর্দিক প্লাবিত হয় এবং ছােটো ছােটো গাছপালা, পােকামাকড় মারা যায়। তাদের পচনের ফলে জল দূষিত হয়।
(c) বৃষ্টিপাত:
অত্যধিক বৃষ্টির ফলে স্থলভাগের মাটি ধৌত হয়ে যায় তার ফলে মাটির ধুলাে, বালি, নােংরা জিনিস জলকে দূষিত করে।
B. মনুষ্য সৃষ্ট কারণ
(a) নর্দমা বাহিত আবর্জনা দ্বারা দূষণ (Sewage):
(i) ঘরের নানারকম কাজ কর্মের মাধ্যমে স্নান, কাপড় কাচা, নােংরা সাবান জল, মলমূত্র ও আবর্জনা ধােয়া জল, জল দূষণের অন্যতম কারণ।
(ii) আবর্জনাযুক্ত জলে ফসফেট জৈব যৌগ থাকে। এরা জলের ইউট্রোফিকেশন ঘটায়।
(b) কৃষিকাজজাত জলদূষণ:
(i) জমিতে চাষবাসের জন্য ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য জলদূষণ ঘটাতে পারে।
(ii) জমিতে আগাছা, কীটপতঙ্গ, পেস্ট ধ্বংস করার জন্য আগাছানাশক (Herbicide), কীটনাশক পেস্টিসাইড (Pesticide) ব্যবহৃত হয়। এগুলি বৃষ্টিতে ধুয়ে জলের সঙ্গে নদী ও জলাশয়ে মেশে।
c. শিল্পদদূষণ:
(i) শহর বা নগরের নদী তীরবর্তী অঞ্চলে বেশির ভাগ শিল্প ও কলকারখানা গড়ে উঠেছে।শিল্পগুলি হতে প্রতিনিয়ত তরল বর্জ্যপদার্থ নদীর জলে মিশে জলদূষণ ঘটায়।
(ii) কাগজ শিল্প হতে নির্গত সেলুলােজ তত্ত্ব, ক্লোরিন, লিগনিন, ক্লোরােফেনল ইত্যাদির মাধ্যমে জল দূষিত হয়।
(iii) রাসায়নিক শিল্প হতে বিভিন্ন প্রকার অ্যাসিড, ক্ষার, হাইড্রোকার্বন, ভারী ধাতুসমূহ, বস্ত্রশিল্প হতে ক্ষার, ক্লোরাইড ও সালফাইট যৌগ, পেট্রোলিয়াম শিল্প হতে হাইড্রোকার্বন, ফেনল, সালফার ইত্যাদি নির্গত হয়ে জল দূষণ ঘটায়।
(d) গরম জল:
অনেক সময় নদীতে কিংবা জলাশয়ে কলকারখানায় গরম জল মিশ্রিত হয়ে জল দূষণ ঘটায়।
(e) হাসপাতাল ও হাসপাতালে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থ, রােগীর মলমূত্র, কিংবা হাসপাতাল পরিষ্কৃত আবর্জনা জলে মিশ্রিত হলে জল দূষিত হয়।
(f) পৌরসংস্থা ও পৌর সংস্থার পয়ঃনালি মাধ্যমে শহর এলাকার নােংরা জল এমনকি মলমূত্রও নদীতে কিংবা জলাশয়ে পড়ে। ফলে জল দূষিত হয়।
Comments
Post a Comment