ছত্রাক Short question
ছত্রাককে কেন ইউক্যারিওটিক বলা হয় ? ছত্রাকের দেহ থ্যালাসের ন্যায় অর্থাৎ মূল, কান্ড, পাতায় বিভেদিত না হলেও ছত্রাকের কোষে প্রকৃত নিউক্লিয়াস ও কোষ অঙ্গানু উপস্থিত থাকায় সকল প্রকার ছত্রাকই ইউক্যারিওটিক প্রকৃতির। মৃতজীবি কাদের বলা হয় ? উদাহরণ দাও। যে সমস্ত ছত্রাকেরা মৃত বা পচাগলা উদ্ভিদ ও প্রাণীদেহের উপর এবং অন্যান্য নানান জৈব পদার্থের উপর জন্মায় এবং ঐ সমস্ত পদার্থ থেকে খাদ্য উপাদান সংগ্রহ করে নিজেদের পুষ্টি সম্পন্ন করে তাদের মৃতজীবি বলে। যেমন – মিউকর, রাইজোপাস। কোপরােফিলাস ছত্রাক কাকে বলে ? যে সমস্ত ছত্রাক শাকাসী প্রানীর বিষ্টার উপর জন্মায় তাদের কোপরােফিলাস ছত্রাক বলে। পরজীবি ছত্রাক কাদের বলা হয় ? যে সমস্ত ছত্রাক সজীব উদ্ভিদ ও প্রানীদেহের উপর জন্মায় এবং তাদের দেহের সজীব কলা থেকে পুষ্টি সংগ্রহ করে তাদের পরজীবি বলে। বাধ্যতামূলক পরজীবি (Obligate Parasite) কি? কতকগুলি ছত্রাক পােষকের সজীব দেহ কোষের প্রােটোপ্লাজম থেকে খাদ্যবস্তু শােষণ করে তাদের জীবনচক্রের প্রণালী শুধুমাত্র পরজীবি হিসেবে সম্পন্ন করে। তাদের বাধ্যতামূলক পরজীবি বলে। যেমন - পাকসিনিয়া। বাধ্যতামূলক মৃতজীবি কি (Obligate ...