Affinities of Anthoceros with other members.

Affinities of Anthoceros with other members. Anthoceros shows affinity with algae, members of Hepticopsida and Bryopsida of Bryophyta and Pteridophyta.The affinity and relationship of Anthoceros with green algae lies in the presence of a single large chloroplast together with a pyrenoid in cach cell of the gametophyte and in the formation of biciliated sperms. Anthoceros shows affinity with members of Hepaticopsida such as Riccia, Marchantia, etc. in the construction and structure of sex organs and in the apical growth of the thallus.It has affinity with members of Bryopsida i.e. Polytrichum, in the structure such as presence of columella, reduction of sporogenous tissue etc. and development of sporogonium. The spore production from amphithecium resembles the condition of that in Sphagnum. Anthoceros also shows sunken archegonium and development of antheridium from hypodermal initial cell like Pteridophyta. Highly developed sporophyte having photosynthetic tissue, functional stomata, i...

উদ্ভিদ ভাইরাসের সঞ্চারণ (Translocation of Virus) কীভাবে সম্ভব

 উদ্ভিদ ভাইরাসের সঞ্চারণ (Translocation of Virus) কীভাবে সম্ভব

সংক্রামিত উদ্ভিদ থেকে সুস্থ উদ্ভিদে ভাইরাসের সঞ্চারণ নিম্নলিখিত উপায়ে হয়ে থাকে।

(i) কলমের মাধ্যমে 

অনেক ফল উৎপাদক ও বাহারী উদ্ভিদের কলমের মাধ্যমে অঙ্গজ জনন হয়। যখন কোনাে সুস্থ উদ্ভিদের সঙ্গে ভাইরাস সংক্রামিত উদ্ভিদের কলম করা হয়, তখন সংক্রামিত উদ্ভিদের কোশতরলের মাধ্যমে সুস্থ উদ্ভিদের কোশতরলে ভাইরাস সঞ্ছারিত হয় এবং সুস্থ উদ্ভিদটি সংক্রামিত হয়।

(ii) বীজের মাধ্যমেঃ 

বীজের মাধ্যমে ভাইরাস সারণ খুব একটা দেখা যায় না। যদিও কুমড়াে ও শিম্ব জাতীয় উদ্ভিদের মােজেইক ভাইরাস বীজের মাধ্যমে সঞ্চারিত হয়। এছাড়া,টিউবার, রাইজোম, বাল্ব এবং করম অঙ্গের মাধ্যমে যে সব শস্য উদ্ভিদের জনন হয় তাদের ক্ষেত্রে এইসব অঙ্গের মাধ্যমে সহজেই ভাইরাস সঞ্চারিত হয়।

(ii) সংস্পর্শের মাধ্যমে 

সুস্থও সংক্রামিত উদ্ভিদ অঙ্গের সংস্পর্শ বা সামান্য ঘষাতেই ভাইরাস সঞ্চারিত হয়। খুব ঘনভাবে কোনাে কৃষিজ শস্য চাষ করা হলে সামান্য হাওয়াতেই উদ্ভিদে উদ্ভিদে সংস্পর্শ হয় এবং এভাবে ভাইরাসের সংক্রমণ হয়ে থাকে। ভাইরাস সাধারণত উদ্ভিদ অঙ্গের কোনাে ক্ষতস্থান দিয়েই প্রবেশ করে।

(iv) জল ও বায়ুর মাধ্যমে

ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মতাে অত সহজে ভাইরাস জল ও বায়ুর মাধ্যমে সঞ্চারিত হয় না। যদিও টোবাকো নেক্রাসি ভাইরাস জল ও বায়ু উভয়ের মাধ্যমেই সংক্রামিত উদ্ভিদ থেকে সুস্থ উদ্ভিদে সঞ্চারিত হয়।

(v) মাটির মাধ্যমে

তামাক চাষ করে কেটে নেবার পর পরিত্যক্ত উদ্ভিদাংশের সঙ্গে টোবাকো মােজেইক ভাইরাস মাটিতে মিশে থাকে। সেই জমিতে পরে আবার তামাক চাষ করলে সেই উদ্ভিদে মাটি থেকে টোবাকো মােজেইক ভাইরাস  সংক্রমণ ঘটায়। ।

(vi) কৃষিজ যন্ত্রপাতি ও কাজকর্মের মাধ্যমে

কৃষিজ শস্যে নিড়েন দেওয়া, জল দেওয়া, ছেটে দেওয়া প্রভৃতি কাজ করার সময় যদি কোনাে সংক্রামিত উদ্ভিদ থাকে, তবে তার কোশতরল যন্ত্রপাতি বা কৃষকের শরীরে লেগে যায় এবং এ থেকে অন্য সুস্থ উদ্ভিদে সংক্রমণ ঘটে। 

(vii) গুদামের মাধ্যমে 

কোনাে গুদামে যদি TMV সংক্রামিত তামাক মজুত করা হয় এবং তা সরিয়ে ফেলে যদি সেই গুদামে সুস্থ তামাক মজুত করা হয় তবে সুস্থ তামাকে গুদাম থেকে সংক্রমণ ঘটে।

(viii) ধূমপায়ীর মাধ্যমে

TMV শুকনাে তামাক পাতায় প্রায় 31 বছর পর্যন্ত সংক্ৰমণক্ষম অবস্থায় থাকে। এরা উচ্চতাপমাত্রা সহনশীল। ফলে বিড়ি, সিগারেট, চুরুট প্রভৃতির তামাকে যদি TMV থাকে তবে তা ধূমপায়ীর আঙুলের মাধ্যমে, পােড়া অংশের মাধ্যমে সঞ্চারিত হতে পারে। যারা তামাক চিবিয়ে খায় তাদের থুথুর মাধ্যমেও TMV সঞ্চারিত হয়।

(ix) পতঙ্গের মাধ্যমে

প্রাকৃতিকভাবে ভাইরাস অ্যাফি, জ্যাসি, সাদা মাছি প্রভৃতি চোষক পতঙ্গের মাধ্যমে এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে সারিত হয়। বেশির ভাগ শস্য উদ্ভিদে পতঙ্গের মাধ্যমে ভাইরাস সঞ্চারিত হয়। একই ভাইরাস বিভিন্ন রকম পতঙ্গের মাধ্যমে বা বিভিন্ন রকম ভাইরাস একই প্রকার পতঙ্গের মাধ্যমে সঞ্চারিত হতে পারে। প্রথমে পতঙ্গ কোনাে সংক্রামিত উদ্ভিদের রস শােষণ করে এবং পরে যখন সেই পতঙ্গ কোনাে সুস্থ উদ্ভিদের রস শােষণ করে তখন উদ্ভিদটি সেই পতঙ্গ বাহিত ভাইরাস দ্বারা সংক্রামিত হয়। কখনও কখনও পতঙ্গ কোনাে রােগগ্রস্থ উদ্ভিদের রস শােষণ করে সঙ্গে সঙ্গে কোনাে সুস্থ উদ্ভিদের রস শােষণ করলে সুস্থ উদ্ভিদ সংক্রামিত হয় না। কারণ কোনাে কোনাে ভাইরাস সংক্রমণ ক্ষমতা অর্জন করতে পতঙ্গদেহে কিছুক্ষণ সময় নেয়। ভাইরাসের সংক্রমণ ক্ষমতা অর্জন করার সময়কে ইনকুবেশন পিরিয়ড বলে। এই ইনকুবেশন পিরিয়ড কোনাে কোনাে ভাইরাসে কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত স্থায়ী হয়। সব পতঙ্গ সব ভাইরাসকে বহন করতে পারে না। বীট মূলের কার্লি টপ ভাইরাস শুধুমাত্র পাতা।ফড়িং—Eutettix tenellaus দ্বারা বাহিত হয়। আবার ধানের স্টান্ট ভাইরাস শুধুমাত্র পাতা ফড়িং Nephotettix apicalis দ্বারা বাহিত হয়। এ থেকে বােঝা যায় যে পতঙ্গ ও ভাইরাসের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যদিও সম্পর্কটি ঠিক কী তা সব সময় অনুধাবণ করা যায় না। তবে এটুকু বলা যায় যে সব ভাইরাস উদ্ভিদ অঙ্গের গভীরে কলাতে বসবাস করে তাদের বহন করার জন্য দীর্ঘ খুঁড় (prcboscis) বিশিষ্ট পতঙ্গ প্রয়ােজন যা উদ্ভিদ অঙ্গের গভীরে প্রবেশ করিয়ে রস শােষন করে। যে সব পতঙ্গ শুধুমাত্র উদ্ভিদ অঙ্গের উপরিতলের কলা ভক্ষণ করে তাদের পক্ষে এইসব গভীর কলাতে বসবাসকারী ভাইরাস বহন করা সম্ভব নয়। একইভাবে যারা গভীর কলা থেকে রস শােষন করে সেইসব পতঙ্গ আবার উদ্ভিদ অঙ্গের উপরিতলের ভাইরাস বহন করে না।

Comments

Popular posts from this blog

Origin and Evolution in Sex of algae

কৃষিক্ষেত্রে শৈবালের ভূমিকা