Posts

Showing posts from 2023

Dicot Stem Anatomy

Image
 

Genetic diversity

  Genetic diversity Genetic diversity refers to the variety and variability of genes within a population or a species. It is a crucial aspect of biological systems and plays a fundamental role in the adaptation and evolution of living organisms. Genetic diversity encompasses the range of different alleles (gene variants) present in a population or species. ·           Importance : 1. Adaptation and Evolution : Genetic diversity is essential for the adaptation and evolution of species over time. It provides the raw material for natural selection to act upon, enabling populations to respond to environmental changes. 2. Resilience : Higher genetic diversity can enhance the resilience of a population to environmental stress, diseases, and other challenges. It reduces the risk of the entire population being wiped out by a single event. 3. Conservation of Biodiversity : Genetic diversity is crucial for the conservation of biodiversity. In c...

কৃষিক্ষেত্রে শৈবালের ভূমিকা

  কৃষিক্ষেত্রে শৈবালের ভূমিকা      প্রাচীনকাল থেকে কৃষিজমির উর্বরতা বৃদ্ধির জন্য সামুদ্রিক শৈবাল ব্যবহৃত হয়ে আসছে । জৈব সার হিসেবে বাদামি শৈবাল ও লোহিত শৈবালের প্রচলন আগে থেকে ছিল । স্থলজ শৈবাল মাঠের পানি সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে । ভূমিক্ষয় রোধ করে । নতুন মাটি গঠন করে ও সংরক্ষণ করে মাটিকে কৃষিকাজের উপযোগী করে তোলে । ২০ টির অধিক নীলাভ সবুজ শৈবাল বাতাসের নাইট্রোজেন সংবন্ধন করে জমির উর্বরতা বৃদ্ধি করে । এদের মধ্যে Nostoc , Anabaena , Scytonema , Oscillatoria উল্লেখযোগ্য । সামুদ্রিক শৈবালের দেহে ফসফরাস , পটাশিয়াম এবং অন্যান্য রাসায়নিক পদার্থের সামান্য পরিমাণে উপস্থিতির কারণে সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন দেশে কৃষি জমির উর্বরতা বৃদ্ধিকল্পে সামুদ্রিক শৈবাল এবং কখনও কখনও স্বাদু পানির শৈবাল সার বা ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয় । সার হিসেবে ব্যবহার্য শৈবালসমূহের তালিকা নিম্নরূপ : ১. যেসব কৃষি জমিতে ক্যালসিয়াম ঘাটতি আছে সেখানে Lithophyllum , Lithothamnion , Chara প্রভৃতি গণের শৈবালের থ্যালাসকে সার হিসেবে ব্যবহার করলে জমির Ca ঘাটতি পূরণ হয় । ২. আয়ারল্যান্ডের কৃষকেরা ...

বিষাক্ত শৈবাল বলতে কী বোঝ?

  বিষাক্ত শৈবাল বলতে কী বোঝ ?    Microcystis , Anabaena , Nodularia , Glocotrichia   এবং Aphanizomenon নামক নীলাভ - সবুজ শৈবালগুলো এমন কিছু Endotoxin নিঃসরণ করে যা গরু,ছাগল, মহিষ , ঘোড়া, ভেড়া   প্রভৃতি পশুর খাদ্যনালিতে প্রবেশ করলে ঐ সব প্রাণী মৃত্যুমুখে পতিত হয় । পশুগুলোর মৃত্যুর সাথে সাথে ঐ বিষক্রিয়া নষ্ট হয় ।  শৈবাল মিশ্রিত  জল পান করে ২৪ ঘণ্টার মধ্যে গৃহপালিত প্রাণীর মৃত্যুর  ঘটনা ঘটার কথাও জানা গেছে । মৃত্যু ছাড়াও পশু দেহের ভিতরে কিছু  কিছু শৈবাল এমন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে যার ফলে পশুর শারীরিক ওজন কমে যায় , যকৃৎ আক্রান্ত হয়ে অন্য কোনো রোগ সৃষ্টি হয় , অথবা পশুটি গর্ভবর্তী থাকলে গর্ভপাত ঘটে । কখনও কখনও কিছু কিছু শৈবাল মানুষের মৃত্যুরও কারণ হয়ে দাঁড়াতে পারে । Gonyaulax catanella নামক একটি শৈবাল মাছের খাদ্য । ঐ শৈবাল থেকে নিঃসৃত Endotoxin মাছের দেহে সঞ্চিত হতে থাকে । যেসব মাছ Gonyaulax   catanella শৈবাল খায় সে মাছ কোনো মানুষের খাদ্য হলে সেই টক্সিন মানুষের মৃত্যু ঘটায় । এছাড়াও Microcystis এবং Anabaena মা...

লোহিত শৈবাল নীলাভ সবুজ শৈবাল

  লোহিত   শৈবাল নীলাভ সবুজ শৈবাল ১ . এরা প্রকৃত কোষী   ১ . এরা আদি কোষী   ২ . কোষে পদাবৃত অঙ্গাণু থাকে ৷ ২ . কোষে কোনো পদাবৃত অঙ্গাণু থাকে না ।   ৩ . কোষ প্রাচীরে মিউরামিক এসিড থাকে না ।   ৩ . এদের কোষ প্রাচীরে মিউরামিক এসিড থাকে     ৪ .   যৌন জনন দেখা যায় । ৪ . যৌন জনন দেখা যায় না ।   ৫ . অধিকাংশ শৈবালে হেটেরোসিস্ট তৈরি হয় না   ৫ . অধিকাংশ শৈবালে হেটেরোসিস্ট   তৈরি হয় ৬ . পেকটিন নিঃসৃত করে না । ৬ . পেকটিন নিঃসৃত করে ।   ৭ . উদাহরণ - Polysiphonia , Gelidium     ৭ . উদাহরণ - Nostoc , Anabaena

মস এবং ফার্ণ (সংক্ষিপ্ত প্রশ্নোত্তর) Part 2

  ১৬. রাইজোফোর কাকে বলে ? Rhizophore দুটি গ্রিক শব্দ নিয়ে গঠিত । Rhiza = মূল এবং Phora = বহনকারী । সুতরাং, পাতাবিহীন সিলিন্ডার আকৃতির মূল বহনকারী কাওকে রাইজোফোর বলা হয় । রাইজোফোরের নিচের দিকে মূল সৃষ্টি হয় । এটি Selaginella তে দেখা যায় । ১৭. স্পোরোফাইট ও গ্যামিটোফাইট কাকে বলে ? উদ্ভিদের জীবনচক্রে দুটি দশা আছে । একটি দশা হলো স্পোরোফাইটিক অন্যটি গ্যামিটোফাইটিক । স্পোরাফাইটিক দশাটি ডিপ্লয়েড অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম সমৃদ্ধ এবং গ্যামিটোফাইটিক দশাটি হ্যাপ্লয়েড অর্থাৎ n ( অর্ধেক / Half ) সংখ্যক ক্রোমোজোম সমৃদ্ধ । Sporophyte শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় Sporous > Spore = রেণু , Phyton > Phyte=উদ্ভিদ / উদ্ভিদদেহ ।  সুতরাং , উদ্ভিদের স্পোর বা রেণুবাহী দশাকেই স্পোরোফাইটিক দশা এবং স্পোর বা রেণুবাহী অঙ্গ / দেহকে স্পোরোফাইট বলা হয় । আর আমরা জানি , স্পোরবহনকারী উদ্ভিদদেহ দুটি হ্যাপ্লয়েড গ্যামিটের মিলনের ( n + n ) ফলে উৎপন্ন হয় । এজন্য স্পোরবাহী উদ্ভিদ ডিপ্লয়েড 2n . স্পোরোফাইট পরিণত হলে স্পোরাঞ্জিয়ামের ভেতরে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড ( n ) স্পোর উৎপন্ন ক...

Bryophyte short question

  Bryophyte short question Q. 1. What is gemma cup ? The most common method of the vegetative reproduction in some bryophytes take place by means of especially designed vegetative bodies, the gemma, which originated from the cup - like structure, the gemma cup, found on the dorsal surface of the thallus or at the rhizoidal portion . E.g. Marchantia sp . Q. 2 .   What are elaters ? In some bryophytes like Marchentia , within capsule are found some exceptionally long , slender sterile cells known as elaters . They have double spiral thickening, the mature elaters lack protoplasm and function in spore dispersal . Q. 3. What is air channel ? In Riccia's photosynthetic zone there present green or chlorenchymatous cells which are arranged in vertical rows or column. Between the columns of green cells very   narrow, deep, vertical slits are formed. These slits are called air channels. Q. 4 .   What is nurse cells ? Pagan (1932) reported the sterility of som...

প্রতিকূল পরিবেশে শৈবাল টিকে থাকার বিভিন্ন কৌশল

Image
  প্রতিকূল পরিবেশে শৈবাল টিকে থাকার বিভিন্ন কৌশল  প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা ও বংশ রক্ষার প্রয়োজনে শৈবাল নতুন নতুন কৌশল অবলম্বন করে থাকে । বেঁচে থাকার তাগিদে শৈবালের এসব কৌশলকে পেরিনেশন বা প্রতিকূলজীবিত বলে । নিয়ে শৈবালের প্রতিকূল পরিবেশে টিকে থাকার কৌশলগুলো সম্পর্কে আলোকপাত করা হলো : ১. হর্মোসিস্ট : অধিকাংশ নীলাভ সবুজ শৈবালের  প্রজাতিতে বংশ বৃদ্ধির জন্য হর্মোগোনিয়াম তৈরি হয় । অনুকূল পরিবেশে এরা অংকুরিত হয়ে বংশ বিস্তার করে । প্রতিকূল পরিবেশের আগমনে প্রতিটি হর্মোগোনিয়াম এর চারপাশে পুরু প্রাচীর সৃষ্টি করে হর্মোসিস্টে পরিণত হয় । প্রতিকূল পরিবেশ হর্মোসিস্ট টিকে থাকতে সক্ষম । অনুকূল পরিবেশে প্রতিটি হর্মোসিস্ট অংকুরিত এবং বিকশিত হয়ে | নতুন থ্যালাস বা দেহ গঠন করে। উদাহরণ- Nostoc ২. এন্ডোরেনু:  অনেক শৈবালে দেহকোষের প্রোটোপ্লাস্ট খণ্ডিত হয়ে একাধিক পাতলা প্রাচীরযুক্ত স্পোর গঠন করে । এসব স্পোরকে এন্ডোরেণু বলে । প্রতিকূল অবস্থায় এন্ডোস্পোরের প্রাচীর পুরু হয়ে টিকে থাকে । অনুকূল পরিবেশে ফিরে এলে এন্ডোরেণু অংকুরিত হয়ে নতুন দেহ গঠন করে । উদাহরণ- Dermocarpa ৩. এক্সোরেণু ...

মস এবং ফার্ণ (সংক্ষিপ্ত প্রশ্নোত্তর) Part 1

 ১. প্রোটোনেমা কাকে বলে ? লিঙ্গধর উদ্ভিদের সূত্রাকার প্রাথমিক পর্যায়কে প্রোটোনেমা বলে । ২ . কোন উদ্ভিদ ' হর্সটেইল ' নামে পরিচিত ? Equisetum কে বাইরে থেকে ঘোড়ার লেজের মত দেখায় বলে একে Horse tail বলা হয় । ৩ . ' বগ মস ' কাদেরকে বলা হয় ? Bog শব্দের অর্থ ‘ জলাশয় / নর্দমা ' । Sphagnum কাদাযুক্ত নর্দমায় জন্মায় বলে একে ‘বগ মস' বলা হয় । ৪ . উভচর উদ্ভিদ কারা ? উভচর মানে যারা উভয় স্থানে ( জলে / স্থলে ) চরে ( বসবাস করে ) । কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সংজ্ঞাটি একটু ভিন্ন । যেসকল উদ্ভিদ ডাঙায় বসবাস করলেও প্রজননের ( যৌন ) সময় জলের প্রয়োজন হয় , অর্থাৎ পরিবেশে টিকে থাকতে যাদের জল ও স্থল উভয়ের প্রয়োজন তাদেরকে উভচর উদ্ভিদ বলে । Bryophyta উদ্ভিদ গ্রুপের সদস্যদের উভচর উদ্ভিদ বলা হয় । ৫ . লিভারওয়ার্ট কী ? Liver = যকৃত Wort = জলজ উদ্ভিদ । সুতরাং , যেসকল জলজ উদ্ভিদ দেখতে যকৃতের মতো তাদেরকে লিভারওয়ার্ট বলা হয় । Hepaticopsida শ্রেণির থ্যালয়েড প্রজাতির উদ্ভিদকে লিভারওয়ার্ট বলা হয় । [ যকৃতের কোষকে Hepatocyte বলা হয় । আর জীববিজ্ঞানে Hepatic শব্দটিই যকৃত সংক্রান্ত । তাই ...

মাইকোপ্লাজমার সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য:

মাইকোপ্লাজমার সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য: i ) মাইকোপ্লাজনা জীবজগতের ক্ষুদ্রতম জীব যা ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না । ( ii ) এরা আদিকোষী এবং গ্রাম -নেগেটিভ । ( iii ) এরা বৃত্তাকার , ডিম্বাকার , শাখান্বিত এবং ফিলামেন্টাস হতে পারে । ( iv ) ব্যাকটেরিয়ার সাথে মিল থাকলেও  এরা জড়।  (v)কোষপ্রাচীর না থাকায় এরা ব্যাকটেরিয়া হতে ভিন্ন । (vi) এদের কোষ প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত ।  (vii) এরা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার করে । (viii) এদের নিউক্লিক এসিডযুক্ত কোষ বিদ্যমান  (ix) এরা কলোনি  আকারে বাস করে ।   

Oedogonium Practical

Image
 Sample A2 1. Supplied specimen appears as unbranched or sparingly branched filaments. The thallus is multicellular, filamentous and unbranched. Filaments are typically composed of cylindrical cells arranged end-to-end.   2. The filament is differentiated into three types of cells according to their position : (i) basal, (ii) intercalary and (iii) apical.   3. The basal cell of a filament serves as an anchor. The lowest section of the holdfast might take the form of either a disc or a finger-like structure. The upper portion is predominantly wide and curvaceous. The basal region of the cell typically lacks chlorophyll and is consequently devoid of green coloration, in contrast to the other cells within the filament.   4. The cell located at the apex of the filament is referred to as the apical cell. The free surface of the object is curved.   5. The cells located between the basal and apical cells are known as intercalary cells. These have char...