বিষাক্ত শৈবাল বলতে কী বোঝ?

 বিষাক্ত শৈবাল বলতে কী বোঝ ? 

 Microcystis , Anabaena , Nodularia , Glocotrichia  এবং Aphanizomenon নামক নীলাভ - সবুজ শৈবালগুলো এমন কিছু Endotoxin নিঃসরণ করে যা গরু,ছাগল, মহিষ , ঘোড়া, ভেড়া   প্রভৃতি পশুর খাদ্যনালিতে প্রবেশ করলে ঐ সব প্রাণী মৃত্যুমুখে পতিত হয় । পশুগুলোর মৃত্যুর সাথে সাথে ঐ বিষক্রিয়া নষ্ট হয় । 

শৈবাল মিশ্রিত  জল পান করে ২৪ ঘণ্টার মধ্যে গৃহপালিত প্রাণীর মৃত্যুর  ঘটনা ঘটার কথাও জানা গেছে । মৃত্যু ছাড়াও পশু দেহের ভিতরে কিছু  কিছু শৈবাল এমন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে যার ফলে পশুর শারীরিক ওজন কমে যায় , যকৃৎ আক্রান্ত হয়ে অন্য কোনো রোগ সৃষ্টি হয় , অথবা পশুটি গর্ভবর্তী থাকলে গর্ভপাত ঘটে ।

কখনও কখনও কিছু কিছু শৈবাল মানুষের মৃত্যুরও কারণ হয়ে দাঁড়াতে পারে । Gonyaulax catanella নামক একটি শৈবাল মাছের খাদ্য । ঐ শৈবাল থেকে নিঃসৃত Endotoxin মাছের দেহে সঞ্চিত হতে থাকে । যেসব মাছ Gonyaulax  catanella শৈবাল খায় সে মাছ কোনো মানুষের খাদ্য হলে সেই টক্সিন মানুষের মৃত্যু ঘটায় । এছাড়াও Microcystis এবং Anabaena মানুষের গ্যাসট্রিক সমস্যা সৃষ্টি করে । পানীয় জলের সাথে কোনো মানুষের খাদ্যনালিতে Gymnodinitum brevis নামক শৈবালটির অনুপ্রবেশ ঘটলে উক্ত মানুষটি শ্বাসকষ্টে ভুগে শেষ পর্যন্ত মারা যায় Lyngbya এবং Chlorella নামক শৈবালদ্বয় মানুষের চর্মরোগের জন্য দায়ী । কোনো কোনো শৈবাল মানবদেহে অ্যালার্জি সৃষ্টি করে ।





Comments

Popular posts from this blog

কৃষিক্ষেত্রে শৈবালের ভূমিকা