মাইকোপ্লাজমার সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য:

মাইকোপ্লাজমার সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য:

i ) মাইকোপ্লাজনা জীবজগতের ক্ষুদ্রতম জীব যা ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না ।

( ii ) এরা আদিকোষী এবং গ্রাম -নেগেটিভ ।

( iii ) এরা বৃত্তাকার , ডিম্বাকার , শাখান্বিত এবং ফিলামেন্টাস হতে পারে ।

( iv ) ব্যাকটেরিয়ার সাথে মিল থাকলেও  এরা জড়। 

(v)কোষপ্রাচীর না থাকায় এরা ব্যাকটেরিয়া হতে ভিন্ন ।

(vi) এদের কোষ প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত । 

(vii) এরা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার করে ।

(viii) এদের নিউক্লিক এসিডযুক্ত কোষ বিদ্যমান

 (ix) এরা কলোনি  আকারে বাস করে ।


  


Comments

Popular posts from this blog

কৃষিক্ষেত্রে শৈবালের ভূমিকা