ব্যক্তবীজীদের সহিত গুপ্তবীজী উদ্ভিদের চারিত্রিক সাদৃশ্য
• ব্যক্তবীজীদের সহিত গুপ্তবীজী উদ্ভিদের চারিত্রিক সাদৃশ্য (
1. উদ্ভিদগুলি বীরুৎ , গুল্ম , বৃক্ষ বা আরোহী হয় ।
2. মূলের জাইলেম এক্সার্ক প্রকৃতির । মূলে গৌণ বৃদ্ধি দেখা যায় । মূলতন্ত্র উন্নত । মূলের কেন্দ্রস্তম্ভ ডাইআর্ক , টেট্রার্ক বা পলিআর্ক প্রকৃতির ।
3. কাণ্ড ইউস্টিলি ধরনের । কাণ্ডে গৌণ বৃদ্ধি হয় এবং গৌণ কাষ্ঠ মনোজাইলিক বা পলিজাইলিক ধরনের ।
4. উভয়ক্ষেত্রে বীজ উপস্থিত ।
5. উভয়ক্ষেত্রেই রেণুগুলি অসমরেণুপ্রসূ ( heterosporus ) এবং এন্ডোস্কোপিক ধরনের লিঙ্গধর উদ্ভিদ গঠন করে ।
6. মেগাস্পোর , মেগাস্পোরানজিয়াম থেকে কখনোই বাইরে নির্গত হয় না ।
7. উভয়ক্ষেত্রেই ডিম্বকে দুটি নির্দিষ্ট প্রান্ত ( মাইক্রোপাইল ও চ্যালাজা ) বর্তমান এবং ডিম্বকে উপস্থিত স্ত্রীরেণুটি আবরণী স্তর দিয়ে আবৃত থাকে ।
৪. উভয়ক্ষেত্রেই পুংরেণু ( পরাগরেণু ) অঙ্কুরোদ্গমের সময় পরাগনালি সৃষ্টি হয় ।
9. ব্যক্তবীজী উদ্ভিদ Gnetum- র মতো , গুপ্তবীজী উদ্ভিদদের পুংলিঙ্গধর জনুতে প্রোথ্যালিয়াল কোশ উৎপন্ন হয় না ।
10. উভয় ধরনের উদ্ভিদে এন্ডোস্কোপিক ধরনের ভ্রূণের উপস্থিতি দেখা যায় ।
Comments
Post a Comment