Penicillium Practical
শনাক্তকরণ বৈশিষ্ট্য:
1. মাইসেলিয়াম প্রস্থ প্রাচীরযুক্ত শাখান্বিত সূত্রের ন্যায় ।
2. অণুসূত্রের কোশ বর্ণহীন অর্থাৎ ক্লোরোফিলবিহীন এবং এক বা বহু নিউক্লিয়াসযুক্ত ।
3. কনিডিওফোরের দীর্ঘ শাখান্বিত অগ্রভাগে কনিডিয়া শৃঙ্খলাকারে সজ্জিত ।
..............................................................................সুতরাং প্রদত্ত নমুনাটি ছত্রাক এবং অ্যাসকোমাইসেটিস ( Ascomycetes ) শ্রেণিভুক্ত ।
1 দীর্ঘ শাখান্বিত কনিডিওফোরের উপর পর্যায়ক্রমে র্যামাস , মেটুলি , ফিয়ালিড ও কনিডিয়া শৃঙ্খল একত্রে ক্ষুদ্র ঝাঁটার আকারে সজ্জিত ।
2. কনিডিয়ামগুলি গোলাকার বা উপবৃত্তাকার এককোশী , মসৃণ বা অমসৃণ প্রাচীর যুক্ত ।
3. বন্ধ্যা অণুসূত্র দ্বারা গঠিত গোলাকার ফলদেহে অ্যাসকোকার্প বা ক্লিস্টোথেসিয়াম বর্তমান ।
4. অ্যাসকোকার্পে উপস্থিত গোলাকার অ্যাসকাসে ৪ টি করে অ্যাসকোরেণু দেখা যায় ।
...................................সুতরাং প্রদত্ত নমুনাটির গণ— পেনিসিলিয়াম ( Penicillium sp . )
Comments
Post a Comment