টেরিডোফাইটার সহিত ব্যক্তবীজী উদ্ভিদের চারিত্রিক সাদৃশ্য
• টেরিডোফাইটার সহিত ব্যক্তবীজী উদ্ভিদের চারিত্রিক সাদৃশ্য
1. উদ্ভিদদেহ মূল , কাণ্ড ও পাতায় বিভেদিত । উভয় গোষ্ঠীর উদ্ভিদই অসমরেণুপ্রসূ ( heterosporous ) এবং অসম প্রকৃতির ( heteromorphic ) জীবনচক্র বিশিষ্ট ।
2. নালিকা বান্ডিলে জাইলেম সাধারণত ট্রাকিয়াবিহীন হয় ( ব্যতিক্রম — টেরিডোফাইটার , Selaginella ও Pteridium এর কিছু প্রজাতি এবং ব্যক্তবীজী উদ্ভিদদের Gneturn ) ।
3. উভয় গোষ্ঠীতে পুংলিঙ্গধর উদ্ভিদ খুবই ছোটো এবং হ্রাসপ্রাপ্ত হয় এবং রেণু আবরণের মধ্যে পরিস্ফুটিত হয় ( কিছু ফার্ন জাতীয় উদ্ভিদে ) ।
4. স্ত্রীলিঙ্গধর উদ্ভিদে স্ত্রীধানী বর্তমান থাকে ( ব্যতিক্রম — ব্যক্তবীজী উদ্ভিদদের Gneturn ) ।
5. উভয় গোষ্ঠীতে ভ্রূণের পরিস্ফুটন প্রাথমিকভাবে জাইগোটের ডিপ্লয়েড নিউক্লিয়াসটির অবাধ ( free ) নিউক্লীয় বিভাজনের মাধ্যমে সংগঠিত হয় ( ব্যতিক্রম — ব্যক্তবীজী উদ্ভিদদের Gnetum ) ।
6. উভয় গোষ্ঠীর উদ্ভিদদের জীবনচক্রে লিঙ্গধর ও রেণুধর জনু নিয়মিতভাবে পর্যায়ান্বিত ( alternate ) হয় ।
7. শুক্রাণু ফ্ল্যাজেলাযুক্ত ( অধিকাংশ টেরিডোফাইটা এবং ব্যক্তবীজী উদ্ভিদদের Ginkgo ও Gnetum ) ।
Comments
Post a Comment