Clam Connection

 Clam Connection 


Clam Connection একধরনের কোশ বিভাজন যা ব্যাসিডিওমাইসিটিস ছত্রাকে ডাইক্যারিওটিক অনুসূত্রে দেখা যায় । এখানে শীর্ষ কোশের পার্শ্ব প্রাচীর থেকে একটি বাঁকানো উপবৃদ্ধি শীর্ষকোশের তলার দিকে যুক্ত হয় । একটি ) নিউক্লিয়াস এই ক্ল্যাম্পে প্রবেশ করে বিভাজিত হয় , অন্য নিউক্লিয়াসটি শীর্ষ কোশ লম্বতলে বিভাজিত হয় । এরফলে ক্ল্যাম্পের উপরে শীর্ষ কোশে দুটি নিউক্লিয়াস থাকে এবং ক্ল্যাম্পের ভিতরে একটি নিউক্লিয়াস ও শীর্ষ কোশের তলায় অন্য নিউক্লিয়াসটি থাকে । ক্ল্যাম্পের গোড়াতে ব্যবধায় তৈরি হয় এবং ক্ল্যাম্পের পার্শ্বে শীর্ষকোশের প্রস্থে একটি ব্যবধায় তৈরি হয় ফলে দুটি কোশ দুটি নিউক্লিয়াস যুক্ত হয় ।





চিত্রঃব্যাসিডিওমাইসিটিসের ক্লাম্প কানেকশন ।


ভূমিকা  ঃ সব কোশেতে দুটি নিউক্লিয়াস যাতে থাকে তার ব্যবস্থা করা সেই সব অনুসূত্রে যেখানে নিউক্লিয়াস দুটি পাশাপাশি না থেকে উপর - নীচে থাকে !


Comments

Popular posts from this blog

কৃষিক্ষেত্রে শৈবালের ভূমিকা