Affinities of Anthoceros with other members.

Affinities of Anthoceros with other members. Anthoceros shows affinity with algae, members of Hepticopsida and Bryopsida of Bryophyta and Pteridophyta.The affinity and relationship of Anthoceros with green algae lies in the presence of a single large chloroplast together with a pyrenoid in cach cell of the gametophyte and in the formation of biciliated sperms. Anthoceros shows affinity with members of Hepaticopsida such as Riccia, Marchantia, etc. in the construction and structure of sex organs and in the apical growth of the thallus.It has affinity with members of Bryopsida i.e. Polytrichum, in the structure such as presence of columella, reduction of sporogenous tissue etc. and development of sporogonium. The spore production from amphithecium resembles the condition of that in Sphagnum. Anthoceros also shows sunken archegonium and development of antheridium from hypodermal initial cell like Pteridophyta. Highly developed sporophyte having photosynthetic tissue, functional stomata, i...

ভাইরয়েড

ভাইরয়েডস (Viroids)

1970 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ভাইরাসকেই সর্বাপেক্ষা ক্ষুদ্রতম সংক্রামক বস্তু (infection agent) হিসাবে চিহ্নিত করা হতাে। পরবর্তীকালে ভাইরয়েড (viroids)-এর আবিষ্কার পূর্বোক্ত ধারণার পরিবর্তন ঘটায়। দেখা যায় ভাইরাসের থেকেও ক্ষুদ্রতম কোনাে বস্তু জীবদেহে রােগের সৃষ্টি করতে পারে।

ক্যাপসিড বিহীন, কেবলমাত্র একটি নগ্ন RNA দ্বারা গঠিত, ভাইরাসের থেকেও ক্ষুদ্র যে সংক্রামক বস্তু জীবদেহে রােগ সৃষ্টি করে, তাকে ভাইরয়েড বলে।

থিওডর ওট্রো ডায়েনার (Theodor Orto Diener) এবং ডাবলিউ. বি. রেমার (WB Raymer) 1971 সর্বপ্রথম আলুর রােগসৃষ্টিকারী পটাটো স্পিন্ডিল টিউবার ভিরিওয়েড বা PSTV (Potato Spindle Tuber Vinoids) আবিষ্কার করেন।

 ভাইরয়েডের বৈশিষ্ট্য 

[i] ক্যাপসিডবিহীন এবং নগ্ন RNA (naked RNA) দ্বারা গঠিত।

[i] সংক্রামক RNA খুবই কম আণবিক ভরসম্পন্ন (low molecular weight) হয়।

[ii] রােগাক্রান্ত কোশের (susceptible cells) মধ্যে ভাইরয়েড নিজেই স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি গঠন করতে পারে (কোনাে সাহায্যকারী ভাইরাস ছাড়াই)।

[iv] সংক্রামক RNA-তে কোনাে প্রােটিন কোডিং জিন (protein coding gene) থাকে না।

[v] ভাইরয়েড হলাে সেল স্পাইসিং ইনট্রেনের (Self splicing intron) ন্যায় RNA পৃথিবীর (RNA world) এক ধরনের “Escaped” ইনট্রন।

ভাইরয়েডের উৎপত্তি:

[i] ওয়াটসন (Watson et al, 1987)-এর মতে ভাইরয়েড হলাে প্রাচীন ভাইরাস, যা কোশীয় RNA থেকে উৎপন্ন হয়েছিল।

[i] রেসনার এবং গ্রস (Riesner and Gross, 1988)-এর মতে ভাইরয়েড হলাে ভাইরাস প্রভাবিত নিম্ন আণবিক ভরসম্পন্ন RNA যা

পরবর্তীকালে অভিযােজনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিজের প্রতিলিপিকরণ করতে সক্ষম হয়েছে।

[ii] ডায়েনারে (Diener, 1979) মতে ভাইরয়েড হলাে স্পিটজিন (Splitgene) থেকে উৎপন্ন এক প্রকার ইনট্রন যা চক্রাকার আকৃতি প্রাপ্ত হয়েছে।

ভাইরয়েডের গঠন

[1] এটি হলাে একটি অতি ক্ষুদ্র নিম্ন আণবিক ভরসম্পন্ন, নগ্ন (naked), চক্রাকারে, একতন্ত্রী RNA এবং প্রায় 250-370টি নিউক্লিওটাই বিশিষ্ট,

যেমন—নারকেলের ক্যাডাং-ক্যাডাং ভাইরয়েড (Cadang-Cadang viroid) 246টি এবং লেবুর এক্সোকটিস ভাইরয়েড (exocortis viroid) 375টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত।

[ii] ইনট্রনের ন্যায় RNA তে কোনাে প্রােটিন কোডিং জিন থাকে না এবং প্রােটিন সংশ্লেষের জন্য সূচনা কোডন (AUG) থাকে না। RNA তে আন্তঃআণবিক (intramolecular) কমপ্লিমেন্টারি অঞ্চল (complementary region) থাকায় RNA তে কোথাও কোথাও বেস জোড়া (base pair) গঠিত হয়, ফলে RNAটি ভাজ হয়ে ত্রিমাত্রিক গঠন (3D) ধারণ করে, যাতে কোথাও কোথাও দ্বিতন্ত্রী শৃঙ্খল ও কোথাও কোথাও লুপ (loop) বা ফাসের মতাে অংশ গঠিত হয়।

[ii] ভাইরয়েডের পাঁচটি ডােমেইন থাকে, যথা—বাম প্রান্তীয় ডােমেইন বা TL (Left terminal domein or TL), প্যাথােজেনেসিটি ডােমেইন বা P ডােমইন (Pathogenicity domein or P domein), কেন্দ্রীয় সংরক্ষিত অঞ্চল বা CCR (Central Conserved region), ভ্যারিয়েবল ডোমেইন বা V ডােমেইন (Variable domein or V domein) এবং ডান প্রান্তীয় ডােমেইন বা TR (Right Terminal domein or TR।।

ভাইরয়েডের প্রতিলিপিকরণ 

উদ্ভিদে কোশে উপস্থিত RNA নির্ভর RNA পলিমারেজ (RNA dependent RNA polymerase) ভাইরয়েডের প্রতিলিপিকরণের সাহায্য করে।

[i] DNA নির্ভর প্রতিলিপিকরণ (DNA Directed Replication) ঃ অনুমান করা হয় সংক্রামিত উদ্ভিদ কোশে উপস্থিত RNA নির্ভর DNA পলিমারেজ তথা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ-এর সহায়তায় ভাইরয়েড-এর RNA থেকে DNA সংশ্লেষিত হয় যা থেকে পুনরায় ভাইরয়েডের RNA সংশ্লেষিত হয়।




Comments

Popular posts from this blog

Origin and Evolution in Sex of algae

কৃষিক্ষেত্রে শৈবালের ভূমিকা