ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলার বিন্যাস

 

 ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলার বিন্যাস 



ব্যাকটেরিয়ার দেহে ফ্লাজেলার উপস্থিতি, অবস্থান ও সংখ্যার উপর নির্ভর করে ব্যাকটেরিয়াকে পাঁচ ভাগে ভাগ করা যায় 

 

(i) মনােট্রিকাস ব্যাকটেরিয়া :

একটি মাত্র ফ্লাজেলাম ব্যাকটেরিয়া কোশের যেকোনাে প্রান্তে লেগে থাকলে তাকে মনােট্রিকাস ব্যাকটেরিয়া বলে। যেমন—Vibrio cholerae

(ii) লোফোট্রিকাস ব্যাকটেরিয়া

যখন একগুচ্ছ ফ্লাজেলা ব্যাকটেরিয়া কোশের যেকোনাে এক প্রান্তে থাকে। যেমন -Pseudomonas aeruginosa

(iii) অ্যামফিট্রিকাস ব্যাকটেরিয়া

যখন ব্যাকটেরিয়া কোশের প্রান্তে এক বা একাধিক ফ্ল্যাজেলা থাকে। যেমন—Spirillum volutans

(iv) পেরিট্রিকস ব্যাকটেরিয়া

যখন অসংখ্য ফ্ল্যাজেলা ব্যাকটেরিয়া কোশের চারদিকে থাকে। যেমন- Bacillus subtitis

(v) আট্রিকাস ব্যাকটেরিয়া

 ব্যাকটেরিয়া কোশে যখন কোনাে ফ্লাজেলা থাকে না।যেমন- Corynebacterium diphtheriae


Comments

Popular posts from this blog

কৃষিক্ষেত্রে শৈবালের ভূমিকা