Affinities of Anthoceros with other members.

Affinities of Anthoceros with other members. Anthoceros shows affinity with algae, members of Hepticopsida and Bryopsida of Bryophyta and Pteridophyta.The affinity and relationship of Anthoceros with green algae lies in the presence of a single large chloroplast together with a pyrenoid in cach cell of the gametophyte and in the formation of biciliated sperms. Anthoceros shows affinity with members of Hepaticopsida such as Riccia, Marchantia, etc. in the construction and structure of sex organs and in the apical growth of the thallus.It has affinity with members of Bryopsida i.e. Polytrichum, in the structure such as presence of columella, reduction of sporogenous tissue etc. and development of sporogonium. The spore production from amphithecium resembles the condition of that in Sphagnum. Anthoceros also shows sunken archegonium and development of antheridium from hypodermal initial cell like Pteridophyta. Highly developed sporophyte having photosynthetic tissue, functional stomata, i...

Fungi short question for program

ছত্রাককে কেন ইউক্যারিওটিক বলা হয় ?

ছত্রাকের দেহ থ্যালাসের ন্যায় অর্থাৎ মূল, কান্ড, পাতায় বিভেদিত না হলেও ছত্রাকের কোষে প্রকৃত নিউক্লিয়াস ও কোষ অঙ্গানু উপস্থিত থাকায় সকল প্রকার ছত্রাকই ইউক্যারিওটিক প্রকৃতির।

মৃতজীবি কাদের বলা হয় ? উদাহরণ দাও।

যে সমস্ত ছত্রাকেরা মৃত বা পচাগলা উদ্ভিদ ও প্রাণীদেহের উপর এবং অন্যান্য নানান জৈব পদার্থের উপর জন্মায় এবং ঐ সমস্ত পদার্থ থেকে খাদ্য উপাদান সংগ্রহ করে

নিজেদের পুষ্টি সম্পন্ন করে তাদের মৃতজীবি বলে। যেমন – মিউকর, রাইজোপাস।

কোপরােফিলাস ছত্রাক কাকে বলে ?

যে সমস্ত ছত্রাক শাকাসী প্রানীর বিষ্টার উপর জন্মায় তাদের কোপরােফিলাস ছত্রাক বলে।

পরজীবি ছত্রাক কাদের বলা হয় ?

যে সমস্ত ছত্রাক সজীব উদ্ভিদ ও প্রানীদেহের উপর জন্মায় এবং তাদের দেহের সজীব কলা থেকে পুষ্টি সংগ্রহ করে তাদের পরজীবি বলে।

বাধ্যতামূলক পরজীবি (Obligate Parasite) কি?

কতকগুলি ছত্রাক পােষকের সজীব দেহ কোষের প্রােটোপ্লাজম থেকে খাদ্যবস্তু শােষণ করে তাদের জীবনচক্রের প্রণালী শুধুমাত্র পরজীবি হিসেবে সম্পন্ন করে। তাদের বাধ্যতামূলক পরজীবি বলে। যেমন - পাকসিনিয়া।

বাধ্যতামূলক মৃতজীবি কি (Obligate Saprophyte) ?

যখন ছত্রাকেরা মৃত জৈবপদার্থ থেকে খাদ্যবস্তুসংগ্রহ করে তাদের জীবনযাপন প্রনালী শুধুমাত্র মৃতজীবিরূপে সম্পন্ন করে তাদের বাধ্যতামূলক মৃতজীবি বলে। যেমন - Saprolegnia

পােষক কাকে বলে ?

পরজীবিউদ্ভিদেরা যে সকল সজীব উদ্ভিদ ও প্রানীদেহের উপরজন্মায় তাদের পােষক বা আশ্রয়দাতা বলে।

ইচ্ছাধীন মৃতজীবি কারা ?

কিছু ছত্রাক আছে যারা জীবন শুরু করে পরজীবি হিসেবে কিন্তু অবস্থাবিশেষে জীবনের পরবর্তী পর্যায়ে তাদের জীবনযাপন প্রনালী মৃতজীবিরূপে শেষ হয় তাদের ইচ্ছাধীন মৃতজীবি (Faculative Saprophyte) বলে। যেমন –  Ustilago nuda

 ইচ্ছাধীন পরজীবি কাকে বলে ?

যে সমস্ত ছত্রাক জীবন শুরু করে মৃতজীবি হিসেবে কিন্তু কোন অবস্থায় তারা পরজীবি হিসেবে জীবন শেষ করে তাদের ইচ্ছাধীন পরজীবি বলে। যেমন – পেস্টালােসিয়া 

বহিঃপরজীবি কাদের বলে ?

যে সমস্ত পরজীবি ছত্রাকেরা পােষক জীবদেহের কলাকে ভেদ না করে শুধুমাত্র পােষক দেহের বহিগাত্রে উপরিগত ভাবে জন্মায় তাদের বহিঃপরজীবি বলে।

অ্যাপ্রেসসারিয়া কি ?

বহিঃপরজীবিরা বিশেষ একপ্রকার অঙ্গের দ্বারা পােষক দেহে আটকে থাকে তাকে অ্যাপ্রেসােরিয়া বলে।

 অন্তঃপরজীবি কাকে বলে ?

এই প্রকার পরজীবি ছত্রাকেরা পােষকের দেহ ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং অঙ্গজ দেহকে কলার অভ্যন্তরে শাখা-প্রশাখার মতাে ছড়িয়ে দেয়। তাদের অন্তঃপরজীবি বলে।

লাইকেন কাকে বলে ?

যখন ছত্রাক এবং শৈবাল একত্রে সহাবস্থান করে জীবন যাপন করে – কাদের লাইকেন বলে।

 মিথােজীবিতা কি ?

ছত্রাক শৈবাল পরস্পরের উপর নির্ভর করে জীবন যাপন  করার প্রণালীকে মিথােজীবিতা বলে।

মাইকোরাইজা কাকে বলে ?

কখনাে কখনাে ছত্রাকের উচ্চশ্রেনীর উদ্ভিদের (গুপ্তবীজি, ব্যক্তবীজি) মূলের মধ্যে অবস্থান করে। এই অবস্থানে বেশীরভাগ সময় পরস্পরের ক্ষতি হয় না। একে মাইকোরাইজা বলে।

মাইকোপ্যারাসাইট কাকে বলে ?

একটি ছত্রাক খন তার একটি ছত্রাকের উপর পরজীবি হিসেবে জীবন নির্বত করে। তখন তাকে মাইকোপ্যারাসাইট বলে।

এন্ডেট্রপিক মাইকোরাইজা কাকে বলে ?

যে সমস্ত মাইকোরাইজা হিস্টোরিকার সাহায্যে পােষকের দেহকল্যা থেকে পুষ্টি সংগ্রহ করে তাদের এন্ডেট্রপিক মাইকোরাইজা বলে।

মাইসেলিয়াম কাকে বলে ?

ছত্রাকের হাইফা বা তাণসূত্রগুলি প্রচুর শাখাপ্রশাখা বিশিষ্ট হয়ে পরস্পরের সাথে জড়িয়ে একত্রে অবস্থান করে অনুসূত্রগুলির এই প্রকার জটপাকানাে সমষ্টিকে মাইসেলিয়াম বলে।

মনোক্যারিওটিক দশা কি ?

উচ্চশ্রেনীর ছত্রাকের অনুসূত্রগুলিতে একটিমাত্র হ্যাপ্লয়েড (n) নিউক্লিয়াস থাকলে তাকে মনোক্যারিওটিক দশা বলে।

ডাইক্যারিওটিক দশা কি ?

কিছু, ছত্রাকের অনুসূত্রে দুটি করে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস (ntn) থাকে তাকে ডাই ক্যারিওটিক দশা বলে।

প্লেকটেনকাইমা কি ?

মাইসেলিয়াম দ্বারা গঠিত ছত্রাকের দেহ কলাকে এককথায় প্লেকটেনকাইমা বলে ।

প্রোসেনকাইমা কাকে বলে ?

কোন ছত্রাকের দেহে অনুসূত্রগুলি পরস্পরের সঙ্গে যখন সমান্তরাল ভাবে থাকে তখন তাকে প্রোসেনকাইমা বলে।

সিউডােপ্যারেনকাইমা কাকে বলে ?

কিছু ছত্রাকের অনুসুত্রগুলি পরস্পরের সাথে এমন ঘনসন্নিবিষ্ট থাকে যে তাদের আলাদা করে বােঝা যায় না। এমনকি প্রস্থচ্ছেদে তাদের প্যারেনকাইমা কোযের মত গােল গােল মনে হয়। এ ধরনের ছত্রাকের কোষকে সিউডাে প্যারেনকাইমা বা প্যারাপ্লেকটেনকাইমাবলে।

ফেরােসিয়াম কি ?

সিউডােপ্যারেনকাইমার ভিতরের কোষগুলি বর্ণহীন ও সঞ্চিত খাদ্যবস্তুসমন্বিত এবং বাহিরের কোষ গুলি পুরু-প্রাচীর বিশিষ্ট গাঢ় বাদামী বা কৃষ্ণ বর্ণের ও শক্ত খােলকের মত হয়। এগুলিকে স্কেরোসিয়াম বলে।

স্ট্রোমা কি ?

কয়েক ধরণের ছত্রাকে প্রােসেনকাইমা বা সিউডােপ্যারেনকাইমা দ্বারা গঠিত অনির্দিষ্ট আকৃতির নিরেট অঙ্গের উৎপত্তি ঘটে। এই প্রকার অঙ্গগুলিকে স্ট্রোমা বলে।

রাইজোম কাকে বলে ?

যখন কোন ছত্রাকের অণুসূত্রগুলি পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে এবং পরস্পরের সঙ্গে যুক্ত থেকে স্কুল, শক্ত দড়ির মতাে বাদামী রঙের এক ধরণের অঙ্গ- গঠন করে তাকে রাইজোম বলে।

হলােকার্পিক দশা কি?

যখন ছত্রাকের দেহে অযৌন যৌন জনন অঙ্গের উৎপত্তির সময় ছত্রাকের সমগ্র থ্যালাসটি এক বা একাধিক জনন অঙ্গে পরিণত হয় এবং এর ফলে ছত্রাকের অঙ্গজ ও জনন দশা আলাদা করে বােঝা যায় না। একে হলােকাপিক দশা বলে।

ইউকার্পিক দশা কি?

যখন ছত্রাকের থ্যালাসের একদিক জনন কার্য এবং অপরদিকে অন্য স্বাভাবিককাজ করে সেই দশাকে ইউকাপিক দশা বলে।

কোরকোদগম দ্বারা কিভাবে ছত্রাকে জনন সম্পন্ন হয় ?

ছত্রাকের মাতৃকোষের যে কোন স্থান স্ফীত হয়ে কোরকের আকার ধারণ করে। ইতিমধ্যে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভক্ত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে। কিছু সাইটোপ্লাজমসহ নিউক্লিয়সটি কোরকের মধ্যে প্রবেশ করে। পরে মাতৃকোষ থেকে কোরকটি আলাদা হয়ে নতুন উদ্ভিদ তৈরী করে।

 অ্যাসকাস কি ?

অ্যাসকোমাইসিটি শ্রেণীভুক্ত ছত্রাকের  রেণু গুলি যে থলির মধ্যে থাকে তাকে অ্যাসকা বলে।

অ্যাসকোরেণু কাকে বলে ?

অ্যাসকোমাইসিটি শ্রেণীর ছত্রাকের দেহে  যে  রেণুর উৎপত্তি হয় তাকে অ্যাসকোরেণু বলে 

 বেসিডিয়াম কি ?

বেসিটিওমাইসেটিস শ্রেণীভুত ছকের রেণুগুলি সেখান থেকে উৎপত্তি হয় তাকে বেসিডিয়াম বলে।

বেসিভিও ররেণু কাকে বলে ?

বেসিটিওমাইসেটিস ছত্রাকের বেণুথলির উপর বহিজনিভাবে মায়োসিস বিভাজনের ফলে উদ্ভূত  রেণুগুলিকে বেশিষ্টিওপোল বলে।

 উম্পাের কি ?

অঙ্গসংস্থানগতভাবে ভিন্ন এরকম দুটি গ্যামেটের মিলনের ফলে যে রেণুর উৎপত্তি হয় তাকে উম্পাের বলে।



Comments

Popular posts from this blog

Origin and Evolution in Sex of algae

কৃষিক্ষেত্রে শৈবালের ভূমিকা